হেমন্তের আগমনীতে উত্তরের জেলাগুলোয় শীতবার্তা
হোসেন রায়হান, পঞ্চগড় বর্ষপঞ্জি বলছে আজ ১ কার্তিক। শরতের স্নিগ্ধতার রেশ ধরে কোমল হেমন্তের যাত্রা শুরু। বর্ষপঞ্জির পাতায় শীত আসতে আরও দুই মাস। তবে এরই মধ্যে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে দেখা দিতে শুরু করেছে শীতের আভাস। রাতভর মাঝারি কুয়াশার সঙ্গে সূর্যোদয়ের…